শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজাপুরে সবুজ বেষ্টনীর শত শত গাছ মরে যাচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি এলাকার সড়ক ও সবুজ বেষ্টনির গাছে মড়ক লেগেছে। ফলে শত শত মূল্যবান গাছ মরে যাচ্ছে। বন-বিভাগের পরিচর্যার অভাবে গাছের এই অবস্থা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সরকারি অর্থে প্রায় ১৫ বছর আগে এসব গাছ রোপণ করা হয়েছিল।স্থানীয়রা জানান, মূল্যবান আকাশমনি, মেহগনি, শিশু ও নিম গাছ শুধু পরিবেশের ভারসম্য রক্ষার জন্য উপজেলার বিভিন্ন সড়কে, নদী বা খালের তীরে          রোপণ করা হয়। কর্তৃপক্ষ এসব গাছ রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ না নিলে ঝড়ে বা বাতাসে পড়ে গিয়ে দুর্ঘটনা ও সড়কে যান চলাচলে বিঘ্ন হতে পারে।

অধ্যক্ষ সৈয়দ মো. বেলায়েত হোসেন বলেন, এভাবে প্রতি বছর গাছগুলো মারা গেলে এক সময় শূন্য হয়ে পড়বে সবুজ বেষ্টনি। এছাড়া, পরিবেশের ভারসম্য হারাতে পারে। এ ব্যাপারে রাজাপুর উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেনের কোনো মতামত পাওয়া যায়নি।

সর্বশেষ খবর