মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হাসপাতালের বাইরে সন্তান প্রসব, তদন্তে কমিটি গঠন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পেয়ে বাইরে সন্তান প্রসবের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষিদের শাস্তি দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দিনাজপুর জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত টিমের প্রধান করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) এনামুল হককে। আরেকটি কমিটি গঠন করেছে সিভিল সার্জন অফিস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযুক্ত নার্সদের তিনটি অপরাধ চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, পার্বতীপুর উপজেলার আবু তাহেরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে রবিবার ভোরে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্মরত নার্সরা তাকে ভর্তি না করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে বলেন এবং দ্বিতীয় তলা থেকে নামিয়ে দেন। পরে হাসপাতালের বাইরে খোলা জায়গায় তিনি কন্যাসন্তান জন্ম দেন।

 

সর্বশেষ খবর