মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ 

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা। সোমবার সকালে রায়পুর-ঢাকা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। —লক্ষ্মীপুর প্রতিনিধি

সাংবাদিকদের মানববন্ধন

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। গতকাল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সন্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা ওয়ার্কাস পার্টি, উপজেলা ছাত্র ইউনিয়ন ও নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতারা মানববন্ধনে অংশ নেন। —শ্রীমঙ্গল প্রতিনিধি

অপহৃত এনজিও কর্মী উদ্ধার

অপহরণের তিনদিন পর ফরিদপুরের নগরকান্দা থেকে লক্ষ্মী রানী (২৮) নামের এক এনজিও কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের রামপাশা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কৃষ্ণপদ সাহা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। —ফরিদপুর প্রতিনিধি

সিরাজদিখানে শোকসভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল উপজেলা মোড়ে এই সভা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর। প্রধান অতিথি ছিলেন অ্যাড. আবুল কাশেম। সৈকত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অরুণ সরকার রানা, এসএম সোহরাব হোাসেন, রফিকুজ্জামান অরুণ চৌধুরী। পারভেজ চোকদার পাপ্পুর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন গাজী আলাউদ্দিন, অ্যাড. আবু সাঈদ, ফয়সাল মৃধা, ফয়েজ আহমেদ পাভেল প্রমুখ।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর