বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দক্ষিণের বড় কলার হাট

কুষ্টিয়া প্রতিনিধি

দক্ষিণের বড় কলার হাট

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর কলার হাট। এটিই দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট। গত ২৫ বছর ধরে এই হাটের কদর একটুও কমেনি; বরং বেড়েছে। আশপাশের পাঁচ জেলার কৃষকেরা কলা নিয়ে এই হাটে জড়ো হন। এখান থেকে আড়ত্দার ও ব্যবসায়ীরা কলা কিনে দেশের অন্তত ৩০ জেলায় নিয়ে যান। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সঙ্গেই মধুপুর এলাকা। কুষ্টিয়া জেলার শেষ সীমানা সংলগ্ন। পাশেই ঝিনাইদহ জেলার শুরু। এ কারণে এই হাটে ঝিনাইদহ জেলার কলা বেশি আসে। এছাড়া চুয়াডাঙ্গা, রাজবাড়ি ও মেহেরপুর থেকেও কলা আসে এ হাটে। এসব জেলার বিভিন্ন গ্রামের কৃষক এবং ব্যবসায়ী প্রতিদিনই হাটে কলা নিয়ে হাজির হন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন বলেন, এ বছর কলার দাম পেয়ে কৃষকেরা খুশি। মধুপুর হাটে কলা কলা বিক্রি করে কৃষক ও ব্যবসায়ীরা অনেক লাভবান হয়েছেন। সেখানে মাঝে মাঝে গিয়ে তদারকি করা হয়। মাঠে গিয়েও কলার রোগ প্রতিরোধ নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। সারা দেশে এ অঞ্চলের কলার চাহিদা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর