বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি

ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাবপিলারের চেকপোস্টে এই মিষ্টি বিনিময় করা হয়।

বিজিবি সূত্র জানায়, হিলি সীমান্তের চেকপোস্ট জিরো ্পয়েন্টে ভারতের হিলি বিএসএফ’র কোম্পানি কমান্ডার গিরিজ চান বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম গোলাম মোস্তফার হাতে বিএসএফের পক্ষ থেকে ৫ প্যাকেট মিষ্টি ও ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।  এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর