রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

র‌্যাফেল ড্র অনুষ্ঠানে গুলি স্কুলছাত্রসহ আহত ৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম-বেতগাড়ীতে র‌্যাফেল ড্র অনুষ্ঠানে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়মাঠে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্র রোবায়েত হোসেনের (১০) অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোবায়েত ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়মাঠে ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রীড়া সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আয়োজন করা হয় ‘অবৈধ’ র‌্যাফেল ড্র’র। র‌্যাফেল ড্র চলাকালে রাত ১১টার দিকে সন্ত্রাসীরা অর্তকিত গুলি ছোড়ে। এতে ভবানীপুর ম-লপাড়ার জাবেরের ছেলে শিড়্গার্থী রোবায়েত হোসেনের মাথায় গুলি লাগে। আহত হন আরও দুজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, গুলির ঘটনায় জড়িত অভিযোগে গতকাল একজনকে আটক করা হয়েছে। তদন্ত্ম সাপেড়্গে জড়িতদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর