রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নদী ভাঙন রোধে উলিপুরবাসীর ৮ দফা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙন থেকে  উলিপুরকে  বাঁচাতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উলিপুর বাঁচাও গণকমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৮ দফা দাবি আদায়ে বক্তব্য রাখেন- উলিপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গবা পান্ডে, উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ। নদী ভাঙন রোধে পিছিয়ে পড়া উপজেলাবাসীর দাবিগুলোর মধ্যে ছিল- সমগ্র উলিপুর উপজেলার ৮টি ইউনিয়নের নদী ভাঙনপ্রবণ এলাকার বোল্টারিং করে বেড়িবাঁধ ও টি বাঁধ নির্মাণ করা, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা, বন্যার্ত মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা, উলিপুর এলাকার নদী ভাঙন এলাকার দারিদ্র্যবিমোচনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, তিস্তা নদীর উপর থেতরাই-পাওটানা তিস্তা সেতু নির্মাণ করা, বুড়ি তিস্তার উৎস মুখে স্লুইস গেট নির্মাণ করা, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা,    স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক মান- উন্নয়ন নিশ্চিত করা।

সর্বশেষ খবর