রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিরামপুর শহরের ২০ পরিবার পানিবন্দী

দিনাজপুর প্রতিনিধি

পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কয়েকদিনের বৃষ্টির পানিতে প্রথম শ্রেণির বিরামপুর পৌর শহরের ২০টি পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দী এলাকার প্রভাষক সানোয়ার হোসেন, আজমল হোসেন মাষ্টার, মাহবুব হোসেনসহ ভুক্তভোগীরা জানান, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লায় কয়েক বছরে নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে। কিন্তু এসব পরিবারের লোকজনের চলাচলের জন্য রাস্তা বা পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা তৈরি হয়নি। বরং বিভিন্ন দিক থেকে ৪/৫টি ড্রেনের পানি এসে এ এলাকায় পড়ে। ফলে সামান্য বৃষ্টিতে এলাকাটি টইটম্বুর হয়ে প্রায় ২০টি পরিবারের লোকজন পানিবন্দী হয়ে পড়ে। হাঁটু পানি ডিঙিয়ে বয়স্করা কোনো রকমে পার হতে পারলেও ময়লাযুক্ত পানি ও কাদায় নাজেহাল হতে হয়। ওই ময়লাযুক্ত পানি পার হয়ে মহল্লাবাসী মসজিদে যেতে পারেন না।

সর্বশেষ খবর