রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বারান্দায় পাঠদান

নওগাঁ প্রতিনিধি

বারান্দায় পাঠদান

নওগাঁয় স্কুলের বারান্দায় চলছে পাঠদান —বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রাণীনগর উপজেলার খাস-পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে বারান্দায় পাঠদান করানো হয়। যৈকটি শ্রেণিকক্ষ রয়েছে তাতেও শিক্ষাদের বসার মতো পর্যাপ্ত বেঞ্চ নেই। কক্ষে নেই বৈদ্যুতিক পাখা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, বিদ্যালয়টির সব সমস্যা চিহ্নিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি তারা সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন। জানা যায়, উপজেলার পারইল গ্রামে ১৯৮০ সালে ৩৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে স্কুলটি জাতীয়করণ হলেও এখানে আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি। নেই মানসম্মত ভবন। শ্রেণিকক্ষ সংকটের কারণে কর্তৃপক্ষ শিশুদের বিদ্যালয়ের বারান্দায় মাদুর বিছিয়ে পাঠদান করাচ্ছেন। দীর্ঘদিন আগে নির্মাণ করা একতলা একটি ভবনে রয়েছে শুধু তিনটি পাঠদান কক্ষ। প্রতিদিন এই বিদ্যালয়ে প্রায় ১৫৬ শিক্ষার্থীরা পাঠগ্রহণ করে। অভিভাবক রিনা খানম, সমিতা রানী পালসহ অনেকে জানান, আমাদের সন্ত্মানরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে এসে পাঠ গ্রহণ করছে। অনেক জায়গা রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শ্রেণিকক্ষ নেই। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনছার আলী বলেন, একটি নতুন ভবন হলে কক্ষ সংকট দূর হবে। একাধিকবার সমস্যাগুলো উপর মহলকে জানিয়েছি কিন্তু লাভ হয়নি। প্রধান শিক্ষক শেফালী বেগম বলেন, অনেক কষ্ট করে বিদ্যালয়ে পাঠদান করানো হয়। অনেকে বিদ্যালয়ের এ অবস্থা দেখে সন্ত্মানকে এই বিদ্যালয়ে ভর্তি করান না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর