রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল

সাভার প্রতিনিধি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে হাজার হাজার যান। চালকরা সেতুটি পার হওয়ার সময় গাড়ির গতি কমিয়ে দেওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ঈদুল আজহার পর দিন থেকে ভোগান্ত্মি আরও বেড়েছে।

ঢাকা-বরিশাল রম্নটের কয়েকজন বাসচালক বলেন, সাভারের আমিন বাজার-সালেহপুর মহাসড়কের সেতুটির অবস্থা খুবই করম্নণ। সেতুটি মেরামতের নামে জোড়াতালি দিয়ে কোনো রকম যান চলাচলের উপযোগী করা হয়েছে। ধামরাই-গুলিসত্মান রম্নটের চালক আনসার আলী বলেন, সাভারে সালেহপুর ব্রিজ পার হতে ভয় লাগে। যাত্রীরাও থাকেন আতঙ্কে। সেতুর বেহাল দশার কারণে মহাসড়কের কখনও কখনও যানজট ১০-১৫ কিলোমিটারও দীর্ঘ হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর ঢাকার উপ-বিভাগীয় প্রকৌশলী মনসুরুল আজিজ বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছে। ঈদের পরের দিন থেকে সেতুর ড়্গতিগ্রসত্ম অংশ মেরামতের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত শেষ হবে। সওজ ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন জানান, সালেহপুর সেতুটির মূল কাজ শেষ হয়ে গেছে। সেতুটি ঝুঁকিপূর্ণ নয় বলেও জানান তিনি।

সর্বশেষ খবর