রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
প্রতারণা-দুর্নীতি

মিরকাদিমে ওয়াক্‌ফ এস্টেট মোতাওয়াল্লি বরখাস্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মিরকাদিমের পচু বেপারী ওয়াক্‌ফ এস্টেটের মোতাওয়াল্লির পদটি আইনত শূন্য হয়নি, এই তথ্য গোপন করে ওই পদে নিযুক্ত হওয়া মনির হোসেন শিপনকে প্রতারণা ও দুর্নীতির দায়ে বরখাস্ত করেছে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন।

এই এস্টেটের সম্পত্তির মধ্যে রয়েছে ২৩ একর জমি, বেশকিছু বাড়িঘর আর ১২টি দোকান। এগুলো দেখভাল করতেন মোতাওয়াল্লি আবু নাসের সিদ্দিক। দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগে তাকে ২০০৬ সালের সেপ্টেম্বরে অপসারণ করা হয়। অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন তিনি। আদালত অপসারণের ওপর ২০০৭ সালের ১৭ জানুয়ারি স্থগিতাদেশ জারি করে। এ তথ্য গোপন করে নূরপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে মনির হোসেন শিপন মোতাওয়াল্লি হওয়ার আবেদন জানিয়ে সফল হয়েছিলেন।

সূত্র জানায়, শিপনের বিরুদ্ধে ওয়াক্‌ফ এস্টেটের কোটি কোটি টাকা আত্মসাতের ও লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের বহু অভিযোগ পেয়ে ওয়াক্‌ফ প্রশাসন তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৩১ জুলাই তাকে বরখাস্ত করা হয়।

সর্বশেষ খবর