রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ঢাকাস্থ পঞ্চগড়বাসীর পাঁচ দাবি

পঞ্চগড়ের আধুনিকায়নে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে ঢাকাস্থ পঞ্চগড়বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, আন্তঃনগর ট্রেন চালু ও বিদ্যুৎ সমস্যা সমাধানকেন্দ্রিক পাঁচদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

—পঞ্চগড় প্রতিনিধি

কিশোরী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার হাইজাদী ইউনিয়নে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এই ঘটনায় কিশোরীর মা শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, ওই কিশোরীর সঙ্গে গাজীপুরা গ্রামের জনৈক রনির সঙ্গে প্রেম ছিল। গত বৃহস্পতিবার ঘুরানোর কথা বলে রনি মেয়েটিকে তাদের বাড়ি ডেকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে।

—আড়াইহাজার প্রতিনিধি

মাদক প্রতিরোধে মোটর র‌্যালি

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর-৪ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী মোখলেছুর রহমান বস্তুর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আরামনগর বাজার থেকে শতাধিক মোটর সাইকেল নিয়ে উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মন্ডল চৌরাস্তায় পথসভায় মিলিত হয়। এতে মোখলেছুর রহমান বস্তু প্রধান অতিথির বক্তব্য রাখেন। —জামালপুর প্রতিনিধি

গণসংযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও জনগণের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ডা. অধ্যাপক এহসানুল কবির জগলুল। তিনি এসেনশিয়াল ড্রাগস লি.-এর ব্যাবস্থাপনা পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক। —রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

টঙ্গীতে দুজনকে কুপিয়ে জখম

টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় গত রাতে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে দুজনকে করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন সিটি করপোরেশনের কর্মচারী বাবুল সরকার ও  সোহেল সিকদার। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোহেল বাদী হয়ে অলি, জলিল, বাদশা, রবিউলসহ সাতজনের বিরুদ্ধে টঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন। থানার ওসি জানান-অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। —টঙ্গী প্রতিনিধি

শ্রীপুরে ঊষা বৃত্তি প্রদান

গাজীপুরের শ্রীপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস  এসোসিয়েশন (ঊষার) শিক্ষা বৃত্তি প্রদান, ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। তিন ক্যাটাগরিতে ৬২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খায়রুল আনামকে সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ঊষার নতুন কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসান বাপ্পীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষাবিদ রোমানা আলী টুসি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, ১০ আগস্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি শিক্ষার্থী বৃৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

—শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

উদ্বোধন

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার আলোচিত বেচু বেপারী ব্রিজসহ ৬টি ব্রিজ ৪টি মসজিদ, কলেজ মাঠ ও একটি সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ওই সব উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়। —কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর