বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
চার মাস ধরে হাসপাতালে

মিলছে না স্বজনের খোঁজ

বাগেরহাট প্রতিনিধি

‘আমার নাম ডালিম। বাবার নাম মোহন। আমরা নয় ভাই-বোন। বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায়।’ বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ২ নম্বর বেডে প্রায় চার মাস ধরে চিকিৎসাধীন ষাটোর্ধ্ব এক নারী এভাবে নিজের পরিচয় তুলে ধরেন। দীর্ঘ এ সময় দেখা মেলেনি তার কোনো স্বজনের।

হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দেওয়া ঠিকানায় যেয়ে সেখানে ডালিমের বর্ণনা অনুয়ায়ী কারও সন্ধান পায়নি। সঠিক পরিচয় না মেলায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনস্যালটেন্ট এসএম শাহনেওয়াজ বলেন, প্রায় চার মাস আগে হাসপাতালের সামনে অজ্ঞাত এক নারীকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ এখানে ভর্তি করে দেয়। ওই নারীর ডান পায়ে পচন ধরায় তার গোড়ালির একটু উপর থেকে অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছে। তাকে স্বাস্থ্যসেবাসহ পরনের কাপড়, হাঁটার জন্য স্ক্র্যাচ দিয়েছি। চিকিৎসা দেওয়ার পর তিনি এখন পুরোপুরি সুস্থ্য। প্রথম থেকেই ডালিম তার ঠিকানা ঠিকমতো বলতে পারছেন না। তার মানসিক সমস্যাও রয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বলেন, ভর্তির পর থেকে আমাদের স্টাফরা তাকে খাবার খাইয়ে দেওয়াসহ সব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। আমরা তাকে সুচিকিৎসা দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলেছি। এই চার মাসে কেউ তার খোঁজ নিতে আসেনি। পরিবারের সদস্যরা কি তাকে বোঝা মনে করে ফিরিয়ে নিতে চাইছে না? তিনি বলেন, এভাবে তাকে আর কতদিন এখানে রাখতে পারব বুঝেতে পারছি না। আরও কিছুদিন দেখব। স্বজনদের নালে পরবর্তী করণীয় নিয়ে ভাবতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর