বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জ ছাত্রদল সেক্রেটারি সজীবসহ ১৪ নেতা-কর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনারগাঁও উপজেলায় নাশকতার প্রস্তুতি চেষ্টার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে জেলা ছাত্রদলের সেক্রেটারি সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম মান্নানপুত্র খায়রুল ইসলাম সজীবসহ ১৪ জনকে। গতকাল সোনারগাঁও থানার পিএসআই সেন্টু সিংহ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরেই রাজধানীর নিজ বাড়ি থেকে সজীবকে গ্রেফতার করে সোনারগাঁও পুলিশের একটি টিম। এর আগে মঙ্গলবার রাতে সোনারগাঁও উপজেলা কাঁচপুর এলাকা থেকে থানা ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তারা হলেন জাকারিয়া সারোয়ার হিমেল, রুহুল আমিন রুবেল, আবদুল হালিম, বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন, ওমর ফারুক ইকবাল, মোরশেদ আলম, শাহাজউদ্দিন, আবুল বাশার, মোজাম্মেল হক, কাজী হিমেল, ইউনুস, সাইদুর রহমান।  মামলায় অভিযোগ করা হয়েছে, কাঁচপুর মোড়ে সরকার উত্খাত ষড়যন্ত্রের চেষ্টা করছিল গ্রেফতার ১৩ জনসহ ৩৩ জন জ্ঞাত ব্যক্তি। এছাড়া তাদের সঙ্গে অজ্ঞাত আরো ৩৩ জন ছিল। পুলিশের উপস্থিতি টেরে পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে সজীবকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়। অপর আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, মনির হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, যুবদল নেতা নজরুল ইসলাম টিটু, শামীম, আমানউল্লাহ আমান, হাজী শাহজাহান মেম্বার, নূরে ইয়াসিন নোবেল, সেলিম হক, মোমেন খান, আপেল, মজিবুর রহমান, হানিফ, সালাউদ্দিন সালু, হাবিবুর রহমান হবু, বজলুর রহমান, ফয়সাল আহমেদ অতু, কাজী নুরুল, বিল্লাল প্রমুখ।

সর্বশেষ খবর