বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

২৭ মামলায় দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় আলোচিত তিন হত্যা মামলার ১৫৭ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের মধ্যে রয়েছেন তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ফররুখ আহম্মেদ ফারুক, জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান মাছুম বিল্লাহ, সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, হাতিয়া পৌরসভার কমিশনার মো. শাহিন ও আলী আফরোজ খান নহেল।

বাদী পক্ষের আইনজীবী ছাইফ উদ্দিন আহম্মেদ জানান, ২০১৭ সালের মার্চ মাসে হাতিয়ায় যুবলীগ কেন্দ ীয় কমিটির সদস্য অধ্যাপক আশরাফ উদ্দিন আহম্মেদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একই বছর এপ্রিল মাসে যুবলীগ কর্মী নুর আলমকে এবং সেপ্টেম্বরে রিয়াজ উদ্দিনকে হত্যা করে সন্ত্রাসীরা।

এসব ঘটনায় দায়েককৃত মামলার পলাতক আসামিরা বুধবার জুডিসিয়ািল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মাসফিকুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ খবর