শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়

—ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তথ্য প্রযুক্তির এই যুগে সারাবিশ্বে শিক্ষার প্রতিযোগিতা শুরু হয়েছে। মানসম্পন্ন ও গুণগত শিক্ষা লাভ করতে না পারলে এই শিক্ষার প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে। গতকাল দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহসানুল হক মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ফিরোজ, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন প্রমুখ।

সর্বশেষ খবর