শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন কাওছার

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ও মুছাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় ও উঠান বৈঠক করেন। এছাড়া শুক্রবার দিনব্যাপী নরসিংদীর বিভিন্ন এলাকায় তিনি নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে কাওছার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। —নরসিংদী প্রতিনিধি

১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেন। জড়িত অভিযোগে ইয়াসিন (১৮) এক যুবককে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। —টেকনাফ প্রতিনিধি

রূপগঞ্জে চেয়ারম্যান গোল্ডকাপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেয়ারম্যান গোল্ডকাপ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার নাওড়া এলাকায় এ খেলা হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপ চেয়ারম্যান  রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, আওয়ামী লীগ নেতা আবুল বাশার টুকু, আ. আজিজ, হাজী ইয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজিব, থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম চৌধুরী অপু প্রমুখ। কায়েতপাড়া ইউনিয়ন ও রূপগঞ্জ ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় কায়েতপাড়া ইউনিয়ন ৪-২ গোলে বিজয়ী হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

মাদকবিরোধী র‌্যালি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর আরিফুল হক হাসানের নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। গতকাল শিমরাইল উত্তরপাড়া সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মোতালেব মিয়া, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, মাইনউদ্দিন, রাসেল মুন্সী, জাকির হোসেন, আল আমিন, আবুল কাসেম প্রমুখ। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

টঙ্গীতে মাদককে ‘না’

মাদককে না বলি এই স্লোগানকে ধারণ করে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ড আরিচপুর ও ৪৭ নং ওয়ার্ড শিলমুন এলাকায় গতকাল মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ হয়েছে। কাউন্সিলর আবুল হোসেনের নেতৃত্বে আয়োজিত র‌্যালি ও সবাবেশে বক্তব্য দেন টঙ্গী থানার ওসি কামাল হোসেন, জয়নাল আবেদীন, দুলু খান, নাছির উদ্দিন। অপরদিকে অপর কাউন্সিলর সাদেক আলীর নেতৃত্বে র‌্যালি ও সবাবেশে বক্তব্য দেন জামির আলী খান, শিক্ষক মনরুজ্জামান,কালু মিয়া, রবিউল ইসলাম খান প্রমুখ। —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর