শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডেকে নিয়ে হত্যার অভিযোগ, মামলা

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে  হাশেমকে ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ এনে নিহতের মা মামলা করেছেন। মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত বুধবার রাত ৯টার দিকে হাশেমের ফুপাত ভাই নাঈম ফোন করে বলে— তাকে পাশের বিশু মিয়ার বাড়িতে  আটকিয়ে রাখা হয়েছে। এ খবর পেয়ে হাশেম ও তার বন্ধু শান্ত জহিরুল মোটরসাইকেল নিয়ে ওই বাড়িতে যান। এরপর বিশু মিয়ার ছেলে তাদের সবাইকে ঘরে আটকিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে লোকজন জড়ো করে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। আর চাঁদাবাজ হিসেবে ভাগিনা নাঈম ও জহিরুলকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় গতকাল নিহতের মা হাসিনা সূতিপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা যুবলীগের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহি, সূতিপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সহসভাপতি ইদ্রিস আলীসহ ১২ জনের নাম উল্লেখসহ ২৪ জনের নামে মামলা দায়ের করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু জানান, গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়ার ঘটনায় দলীয় নেতা-কর্মীদের আসামি করা হচ্ছে। এটা যড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরীহ ব্যক্তিকে পুলিশ হয়রানি করবে না।

সর্বশেষ খবর