শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সংঘর্ষে দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক ঘটনায় দুটি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ২৫ জন। সরাইল উপজেলার আঁখিতারা এবং কসবার নিমবাড়ি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আঁখিতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে হারুন (৫৫) ও নিমবাড়ির কালা মিয়ার ছেলে মানিক (৪০)। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, সিফার বাড়ির সামছুল হকের সঙ্গে প্রতিবেশী ইউনুছ মিয়ার লোকজনের ঝগড়া হয়। এর জেরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে হারুন মিয়া (৬৫) গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কসবা থানার ওসি আব্দুল মালেক জানান, বুধবার রাতে নিমবাড়ি এলাকার মাহমুদা বেগম তার ভাসুর মোতাহার মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে দুই পক্ষে হাতাহাতি হয়। মাহমুদা প্রতিবেশীদের বিষয়টি জানালে মানিক মিয়াসহ কয়েকজন মোতাহারকে বিষয়টি জিজ্ঞেস করার জন্য যায়। এ সময় মোতাহার ও তার লোকজন তাদের ওপর হামলা করেন। গুরুতর আহত মানিককে রাতেই সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।

লালমনিরহাটে আহত ২২ : লালমনিরহাট প্রতিনিধি জানান, কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকায় জমি নিয়ে সংঘর্ষে স্থানীয় ভেলাগুলি ইউপি চেয়ারম্যান মহির আলীসহ উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন। উপজেলার কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর