শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ধান খেতে আলোক ফাঁদ

ভালুকা প্রতিনিধি

ভালুকায় চলতি রুপা আমন মৌসুমে ধান খেতের পোকা মাকড়ের উপস্থিতি চিহ্নিত করে ব্যবস্থা নিতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। উপজেলার ৩৪টি ব্লকে একযোগে ওই আলোক ফাঁদ স্থাপন করা হয়। জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আসাদুল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় ওই অঞ্চলের ১ হাজার ১৮৪টি ব্লকে একযোগে ধান খেতে আলোক ফাঁদ স্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল হবিরবাড়ি ব্লকের পাখিরচালা এলাকায় আলোক ফাঁদ স্থাপন করেন। হবিরবাড়ি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলামসহ কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল জানান, এ বছর উপজেলায় ১৯ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর