শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান। গতকাল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। —গোপালগঞ্জ প্রতিনিধি

মতবিনিময়

সিলেটের নবাগত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় হয়। জেলা প্রশাসক বলেন, তিনি সিলেটের উন্নয়নে কাজ করবেন। সকল বৈধ কাজের পক্ষে এবং অন্যায় কাজের বিপক্ষে অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি। —নিজস্ব প্রতিবেদক, সিলেট

স্কুলছাত্রী ধর্ষণের শিকার

কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নোয়াপাড়া পাক্কার মাথা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির মিয়া নামে এক বখাটে স্থানীয় মুরগির খামারে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও কুমিল্লা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নাঈম হাসান। তিনি গতকাল দাউদকান্দি পৌর সদরে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।  ভিপি অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মঞ্জিল তালুকদার, ওমর ফারুক সরকার প্রমুখ। —দাউদকান্দি প্রতিনিধি

হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

তাড়াইল উপজেলার কাজলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাবেক ফুটবলার তনু মিয়া হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

গতকাল সকালে প্রায় ২৫ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ শহরে এসে বিক্ষোভ করেন তারা। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন মাহফুজুল হক, আনোয়ার হোসেন সরকার, মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন, আব্দুস সালাম, স্বপন মিয়া, তারেক আহমেদ কাজল প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা তনু মিয়াকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ফেলে রাখে। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। —কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর