শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ওদের উচ্চ শিক্ষার পথ সুগম হলো

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সেলিম ইসলাম অনিক ও রাইসুল ইসলাম আসাদ দুই ভাই। দুজনই দৃষ্টি প্রতিবন্ধী। উচ্চ শিক্ষা গ্রহনের জন্য এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তারা। অনিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ও সি ইউনিটে উর্ত্তীণ হয়েছেন। তার মেধাক্রম ১২৬ ও ৫৪০। আর আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মেধা তালিকায় ৫৪০তম স্থান অধিকার করেছেন।  বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও ভর্তি জন্য প্রয়োজনীয় অর্থের যোগান কিভাবে হবে এ নিয়ে সংশয়ে ছিলেন তারা।

এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আহবান তাদের আশার আলো দেখায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অর্থনৈতিক সমস্যার সমাধানসহ আগামী দিনে আরও সহযোগিতার আশ্বাস পান। শুধু অনিক আর আসাদ নয়, ওদের সঙ্গে আর্থিক সহযোগিতা পেয়েছেন আরও পাঁচজন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত হতদরিদ্র এ সব শিক্ষার্থীর প্রত্যেককে ১৮ হাজার করে টাকা দেওয়া হয়েছে। অদম্য মেধাবীদের ভর্তি হতে আর্থিক সহায়তার উদ্যোগ নেয় কালের কণ্ঠ বগুড়া শুভসংঘ। সহায়তা দেন বগুড়ার বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ। সম্প্রতি শহরের নবাববাড়ী আল আমিন কমপ্লেক্সে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। অনিক ও আসাদ ছাড়া বাকি পাঁচজনের মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী রোকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, শিবগঞ্জের তমা রায় রাজশাহী মেডিকেল কলেজে, দিনাজপুরের মামুন আলী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, শিবগঞ্জের জেসমিন ও বগুড়া শরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

সর্বশেষ খবর