বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তিন মাস যোগাযোগ বিচ্ছিন্ন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের একডালা-শিয়ালা-চাঁপাপুর সড়কের একটি কালভার্ট ভেঙে তিন মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ওই এলাকার কয়েক গ্রামের মানুষের চলাচল ও মালামল পরিবহনে দুর্ভোগে পড়েছেন। জানা যায়, রাণীনগর উপজেলার শিয়ালা-চাঁপাপুর পাকা রাস্তার একডালা মোড়ে একটি কালভার্ট রয়েছে। গত বর্ষা মৌসুমে ভারী যান চলাচলের সময় কালভার্টের মাঝখানের কিছু অংশ দেবে যায়। তখন থেকে ওই রাস্তায় গাড়ি চলাচলে সতর্কতা অবলম্বন করলেও কিছুদিনের মাথায় কালভাটের মাঝ বরাবর প্রায় ৭৫ শতাংশ ভেঙে পড়ে। এরপর থেকে ওই রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ যানবাহন চলাচলসহ মালামাল পরিবহন করতে পারছে না। স্থানীয় টুং গ্রামের তানসিন হোসেন জানান, কালভার্টটি তিন-চার মাস ধরে ভাঙা অবস্থায় থাকলেও পুনর্নির্মাণ বা মেরামতের উদ্যোগ নেননি কেউ। ফলে মাল পরিবহন বা মোটরযান নিয়ে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, কালভার্টটি দ্রুত মেরামতের জন্য এডিবিতে প্রকল্প দেওয়া আছে।

সর্বশেষ খবর