বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘বাল্যবিয়ে সামাজিক ব্যাধি’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলন হয়েছে গতকাল। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

বক্তৃতা করেন— পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীম, জেসমিন হোসেন ও ড. চিত্রলেখা নাজনীন প্রমুখ। বক্তারা বলেন, ‘বাল্যবিয়ে হচ্ছে সামাজিক ব্যাধি। এর ফলে মেয়েরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। পাশাপাশি পড়ালেখা ব্যাহত হয়। কম বয়সে বাচ্চা প্রসবের কারণে কেউ মৃত, প্রতিবন্ধী শিশু জন্ম দেয়। আবার অনেক প্রসূতি মারা যায়। এ কারণে কিশোর-কিশোরীদের অধিকার সংরক্ষণ ও ক্ষমতায়নের দিকে লক্ষ্য রাখতে হবে।

সর্বশেষ খবর