বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

দুর্নীতিবিরোধী র‌্যালি

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা তৈরির লক্ষ্যে বীরগঞ্জে দুর্নীতিবিরোধী সাইকেলর‌্যালি ও মানববন্ধন হয়েছে। আরডিআরএস বাংলাদেশ সিড্স প্রকল্পের সহযোগিতায় গতকাল বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে এ মানববন্ধন করা হয়। এতে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং স্থানীয়রা অংশ নেন। —দিনাজপুর প্রতিনিধি

আন্ডারপাস দাবি এলাকাবাসীর

ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডে আন্ডারপাস দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শ্রীনগর উপজেলার বেজগাও বাসস্ট্যান্ডে গতকাল সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীনগরের ইউএনও, ওসি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্ডারপাস নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি পৌছে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যায়।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফরিদপুরে শোডাউন

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেছেন। এ সময় তিনি ব্যানার, ফেস্টুন ও গণসংযোগের মাধ্যমে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। —ফরিদপুর প্রতিনিধি

প্রার্থিতা ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন মুক্তিযোদ্ধা ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মোসলিম উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন। তাছাড়া দলের চেয়ারপারসনের মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান।—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর