সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুরে আমনে ফলন বিপর্যয়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আমনে ফলন বিপর্যয়

মৌসুমের শুরুতে খরা এবং পরবর্তীতে ঝড়ো হাওয়ার কারণে চলতি বছর ফরিদপুরে আমন ফলনে বিপর্যয় নেমে এসেছে। জেলায় আমন উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ে রয়েছে কৃষি বিভাগ। অধিকাংশ জমির ধান চিটা হওয়ায় মাথায় হাত কৃষকের। বিপুল লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা। আমন আবাদকারী কৃষকেরা জানান, ধানের চারা রোপণের পরই প্রচণ্ড খরায় ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের শীষ বের হওবার পর অতিরিক্ত এ তাপমাত্রার কারণে তা নষ্ট হয়ে গেছে। ফলে বেশির ভাগ জমির ধানে চিটা দেখা গেছে। পরবর্তীতে ঝড়ো হাওয়ায়ও ধান ক্ষেতের ক্ষতি হয়েছে। দুটি প্রাকৃতিক দুর্যোগের ফলে আমন ধান আবাদ করে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন এ জেলার কৃষকরা। খরচ উঠানো নিয়েই সংশয় প্রকাশ করেছেন তারা। বোয়ালমারীর সাতৈর এলাকার কৃষক সিরাজ শেখ, রহমত ঢালী জানান, এ বছর বেশ আগ্রহ নিয়ে তারা আমন আবাদ করেছিলেন। ধানের গোছা দেখে বেশ উচ্ছ্বসিতও হয়েছিলেন। কিন্তু কয়েকদিনের অতিরিক্ত তাপমাত্রার কারণে ধানে চিটা দেখা দিয়েছে। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কৃষক তোফাজ্জেল, আইনউদ্দিন, গফুর জানান— এক বিঘা জমিতে আমন আবাদে তাদের খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ধানে চিটা বেশি হওয়ায় তারা বিঘাপ্রতি ১০ হাজার টাকাও বিক্রি করতে পারবেন কিনা সন্দেহ আছে। সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পরবর্তীতের ঝড়ো বাতাসের কারণেও নষ্ট হয়েছে খেত। ফলে এ বছর লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ক্ষতি পুষিয়ে নিতে সহজশর্তে ঋণসহ সরকারের সহযোগিতা কামনা করেছেন এ জেলার কৃষকরা।

সর্বশেষ খবর