সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুজন নিহত

কুষ্টিয়া ও টেকনাফ প্রতিনিধি

কুষ্টিয়া সদর ও কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— খোকন আলী (৪৫) ও জিয়াউর রহমান জিয়া (৩৮)। পুলিশের দাবি খোকন আলী ডাকাত দলের সদস্য এবং জিয়া ইয়াবা ব্যবসায়ী।

কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, উপজেলা সদরের মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমন খবরে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ত্রিমুখী গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় খোকন আলীর গুলিবিদ্ধ লাশ। সে সদর উপজেলার আলামপুরের আইজাল আলীর ছেলে।

টেকনাফ থানার ওসি জানান, মাদকসহ ২১ মামলার আসামি জিয়াকে গত শুক্রবার গোপালগঞ্জ থেকে আটক করে পুলিশ। তাকে নিয়ে শনিবার রাতে টেকনাফের নোয়াখালিয়াপাড়ায় অভিযানে গেলে পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থলে জিয়ার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। স্বজনরা জানান, জিয়া বহু দিন ধরে তাবলিগ জামায়াতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে সেখান থেকে তিনি নিখোঁজ হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর