সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘ধান আবাদ করি সংসার চালানো দায় হয়্যা পরছে’

বদরগঞ্জ প্রতিনিধি

‘হাঁড়ভাঙা খাটুনি আর কিষানোক (কৃষি শ্রমিক) টাকা দিতেই হামার শ্যাষ। লাভের লাভ কিছুই হয় না। ধানোত কিছু নাই বাহে। ধান আবাদ করি বউ-ছইল ধরি (নিয়ে) সংসার চালায় হামার দায় হয়্যা পরছে।’ আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ঘাটাবিল এলাকার কৃষক অতুল চন্দ  রায় (৬০)। রংপুরের বদরগঞ্জে এবার আমন ধানের ফলন ভাল হলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ, আমন ধান আবাদে কৃষকের যে অর্থ ব্যয় হয়েছে এবং বর্তমানে ধানের যে বাজারমূল্য তাতে স্থানভেদে বিঘাপ্রতি কৃষকের লোকসান গুনতে হচ্ছে প্রায় দুই হাজার টাকা। এর সঙ্গে তো কৃষি শ্রমিক সংকট রয়েছেই। 

সর্বশেষ খবর