সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

বিভিন্ন মন্ত্রীর বিকৃত ছবি পোস্ট দেওয়ার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক ও বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বোয়ালমারী পৌরসদর অডিটোরিয়ামের সামনে থেকে এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জাকির উপজেলার বেড়াদি গ্রামের আব্দুল রশিদ মোল্লার ছেলে। তিনি উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, বোয়ালমারী প্রেস ক্লাব সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত ‘নবরাজ’ পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি। ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি করেছেন মুরসিদ আহমেদ সিকদার নামে এক ব্যক্তি। তিনি বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আগামী প্রত্যাশা’র সম্পাদক। বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জাকির হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার জাকির            হোসেন খান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর ফরিদপুরে এ আইনে এটিই প্রথম মামলা।’

সর্বশেষ খবর