সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাজতে আত্মহত্যা, তদন্তে কমিটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় শনিবার এক আসামি থানাহাজতে নিজ শরীরে আগুন ধরিয়ে দেয়। গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মশিউর রহমান (৩৮) ঝিনাইদহের সদরের হলিধানি গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে। সে নবজাতক চুরির একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিল। শনিবার রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা তদন্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ডিসি (ক্রাইম ও প্রসিকিউশন) মোহাম্মদ শরিফুর রহমানকে। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে দিতে বলা হয়েছে। পুলিশ জানায়— গত ১৪ নভেম্বর মশিউর রহমান ও আসাদুজ্জামান নামে দুজনকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে গত ২১ নভেম্বর তাদের থানায় আনা হয়। গত শনিবার রাত ১০টার দিকে থানা হাজতে থাকা মশিউর দিয়াশলাই দিয়ে নিজের শরীরের সোয়েটারে আগুন ধরিয়ে দেয়। গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ খবর