শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিড়ম্বনায় তেঁতুলিয়ার ব্যবসায়ীরা

চান ব্যাংকের শাখা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কয়েক হাজার ব্যবসায়ী ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বাংলাবান্ধা স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি করতে গিয়ে এলাকায় বেসরকারি ব্যাংক না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন। বাংলাবান্ধা বন্দর আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য মোজাফ্ফর হোসেন জানান, বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা দৈনিক ৩০ কোটি টাকার বেশি লেনদেন করেন। ব্যাংকিং সেবা নিতে তাদের যেতে হয় পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরে। বাংলাবান্ধা ও পঞ্চগড়ের মধ্যবর্তী এলাকা ভজনপুরে যেন ইসলামী ব্যাংকের শাখা হয়। এছাড়া পঞ্চগড়ের শাখাটি যেন এডি ব্র্যাঞ্চ করা হয়।  তেঁতুলিয়া পাথর বালি ও শ্রমিক কল্যাণ সমিতির কোষাধক্ষ্য ইব্রাহিম জানান, প্রতিদিন ২০ কোটি টাকা লেনদেন হয়। আমরা কোটি কোটি টাকা ভ্যাট, ট্যাক্স দিয়ে থাকি। কিন্তু ব্যাংক সেবা নিতে হয়রানি হতে হয়। সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ ভজনপুরে যেন একটি বেসরকারি ব্যাংকের শাখা দেওয়া হয়। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইদুর রহমান জানান, এলসি করতে যেতে হয় দিনাজপুর ইসলামী ব্যাংক এডি শাখায়। টাকা লেনদেনের জন্য যেতে হয় পঞ্চগড় শহরে।

সর্বশেষ খবর