শিরোনাম
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিস্টেম অচল

বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

সিস্টেম অচল হওয়ার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমে উভয় পাড়ে গতকাল দুই ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুই পাড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বেলা ১২টার পর বিকল্প পন্থায় টোল আদায় করলে যানচলাচল স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, রবিবার সকাল ১০ থেকে সেতুর উভয় টোলপ্লাজায় টোল আদায় বন্ধ হয়ে যায়। টোল আদায়ের সিস্টেম অচল হয়ে পড়ায় এ সংকট দেখা দেয়। তিনি জানান, প্রায় দুই ঘণ্টা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, টোল আদায়ের কাজে আমরা নিয়োজিত থাকলেও আগের ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার সিস্টেম নেটওয়ার্কের (সিএনএস) সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। রবিবার হঠাৎ ওই সিস্টেমে ত্র“টি দেখা দেওয়ায় সেতুর উভয়পাড়ে টোল আদায় বন্ধ হয়ে যায়। পরে ম্যানুয়াল সিস্টেমে সেতুতে টোল আদায় শুরু করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর