শিরোনাম
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চান স্থানীয় সরকার মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে চান। আর এ কারণে তিনি বিএনপির প্রার্থীকে ভোটের মাঠে নেমে প্রচারণায় দেখতে চান। ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কোনো রকম প্রচার-প্রচারণা না চালানোর কারণটি ‘রহস্যজনক’ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, কামাল ইউসুফ কোথাও ভোট চাইতে নামছেন না। তিনি ঘরে বসে রয়েছেন। তার নেতা-কর্মীরাও মাঠে নেই। কোথাও পোস্টার, নির্বাচনী ক্যাম্প দেখা যায় না। তার কোনো নেতা-কর্মীকেও নির্বাচনের প্রচারে বাধা দেওয়া হচ্ছে না। অথচ কামাল ইউসুফ বিভিন্ন জায়গায় নালিশ করে বেড়ান, তাকে নাকি প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। মন্ত্রী রবিবার বেলা ১১টায় ফরিদপুরের তার নিজ বাসভবন ‘আফসানা মঞ্জিলে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সর্বশেষ খবর