শিরোনাম
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ

গাজীপুর প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের রাজেন্দ্রপুরের ‘এনএজেড কম্পোজিট’ তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় শ্রমিকরা কারখানা এলাকায় থাকা দুটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানান, সরকার ঘোষিত হারে বেতন-ভাতার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে ‘এনএজেড কম্পোজিট’ কারখানার ছয় হাজার শ্রমিক। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে আগের মতোই বেতন-ভাতা দিচ্ছিল। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সর্বশেষ খবর