সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্ট্রেচারই চলাচলের ভরসা তার

বরগুনা প্রতিনিধি

জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। নিজ গ্রামের প্রথম স্বাধীন দেশের জাতীয় পতাকা উড়িয়েছেন। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গবেষণা করছেন নিভৃত পল্লীতে। তার নাম শহিদুল ইসলাম তালুকদার মুকুল। তিনি পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের নুরুল ইসলাম তালুুকদারের ছেলে। মুকুল বলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারি বামনা উপজেলার ভাইজোরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। এক বছর দুই মাস চিকিৎসা শেষে জীবন ফিরে পেলেও আগের মতো হাঁটতে পারছেন না। স্ট্রেচারই চলাচলের একমাত্র ভরসা। জানা যায়, নিভৃত পল্লীতে অতিকষ্টে দিন কাটছে মুকুলের। কুঁড়ে ঘরে তৈরি করেছেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। যার নাম ‘মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নবম সেক্টর মুক্তিযুদ্ধ ১৯৭১’। সাংবাদিক দেখে কেঁদে উঠেন তিনি। বলেন, ‘৩৫ বছর রায়হানপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৭১ সালে হানাদারদের বিরুদ্ধে বিজয়ী হলেও শেষ বয়সে হেরে গেলেন। একটি দুর্ঘটনা তছনছ করে দিয়েছে তার জীবন।

 

সর্বশেষ খবর