সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই

-অধ্যাপক আবু সাইয়িদ

পাবনা প্রতিনিধি

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ও সরকারদলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে সাধারণ মানুষ নির্যাতন, হামলা-মামলা ও প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। নকল পুলিশ সন্ত্রাসীদের সঙ্গে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। গতকাল পাবনার বেড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আবু সাইয়িদ বলেন, আমি ক্ষমতালোভী নই, ক্ষমতার উচ্চ শিখরে ছিলাম, নীতি-নির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে। বঙ্গবন্ধু আমাকে দিয়ে রাজনীতি করিয়েছেন। এলাকার খেটে-খাওয়া মানুষের জন্য নির্বাচনে অংশ নিয়েছি। প্রতীক আমার কাছে ফ্যাক্টর নয়। এই নির্বাচন গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার নির্বাচন।

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থী ২০ শতাংশ ভোটও পাবে না উল্লেখ করে তিনি বলেন, সরকারদলীয় প্রার্থী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে নকল পুলিশ সাজিয়ে নির্বাচন করছেন। প্রচার-প্রচারণা শুরুর পর থেকে আমার ওপর ১২ বার হামলা হয়েছে। সন্ত্রাসীরা পুলিশের সামনে হামলা চালালেও কোনো পদক্ষেপ নেয়নি। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কিন্তু কেন? আমি ভীতু নই, সাহস নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সাহস নিয়ে যুদ্ধে জয়লাভ করেছি। এবারও হামলা-মামলা বা অস্ত্রবাজি করে আমাকে মাঠ থেকে সরানো যাবে না। 

সর্বশেষ খবর