চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজ দিয়ে সব ধরনের ভারী যান চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজের দুই প্রান্তে গতকাল পিলার পুঁতে বড় ধরনের যানবাহনের পথ রোধ করে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার ব্রিজের মাঝ বরাবর গর্তের সৃষ্টি হলে এ ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সড়ক বিভাগ। চুয়াডাঙ্গা সড়ক বিভাগ জানায়, মেহেরপুর-চুয়াডাঙ্গা হয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও যশোর রুটের ভারী যানবাহনকে ভালাইপুর মোড় ঘুরে আলমডাঙ্গা দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।