মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তিনজনের ফাঁসি যাবজ্জীবন ৬

দুটি হত্যা মামলার রায়

কুষ্টিয়া ও সাতক্ষীরা প্রতিনিধি

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর লালচাঁদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গতকাল আসামিদের উপস্থিতিতে রায় দেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা কলোনি এলাকার শহীদুল ইসলামের ছেলে জাহেদ ইবনে শহীদ ওরফে রানা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলছড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান সজীব। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা কলোনির শহীদুল ইসলামের ছেলে সোহেল আহম্মেদ, কাইয়ুম বিহারির ছেলে সোহেল রানা, আমিরুল ইসলামের ছেলে রিপন, চৌড়হাস কুঠিপাড়ার নাজিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন, নিজাম উদ্দিনের ছেলে সুমিন ও মঞ্জিল হোসেনের ছেলে জনি। আদালতসূত্রে জানা যায়, ২০১১ সালের ৩ মার্চ সন্ধ্যায় সাজাপ্রাপ্ত আসামিরা শহরের চৌড়হাস কলোনীপাড়া এলাকার বাসিন্দা নূর ইসলামের ছেলে লালচাঁদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নূর ইসলাম কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এদিকে সাতক্ষীরায় স্ত্রীহত্যার দায়ে স্বামী বিজন ম-লকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান গতকাল এ আদেশ দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামি বিজন (৪৭) আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর ম-লের ছেলে।

সর্বশেষ খবর