মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মহাসড়ক যানজটমুক্ত রাখতে হবে

-মেয়র জাহাঙ্গীর

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন ঈদুল আযহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখতে হবে। মহাসড়কের পাশে কোন গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। গতকাল  টঙ্গীতে জেলা ট্রাক ওকাভার্ডভ্যান মালিক-শ্রমিক আয়োজিত পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  মেয়র বলেন, ডেঙ্গুর কোনো ভালো চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি। তাই সবাই বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে ২টি করে ফগার মেশিন মশক নিধন কাজে ব্যবহার হবে। সড়ক ও জনপথের প্রকল্পাধীন মহাসড়কের উভয়পাশে ড্রেনেজ কার্যক্রমের দিকে ইঙ্গিত করে মেয়র বলেন, ধীরগতির কাজের জন্য মহাসড়কের বেহালদশা। সাধারণ মানুষ সিটি করপোরেশনকে দোষারোপ করছে। সভায় মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক  প্রমুখ।

সর্বশেষ খবর