রাঙামাটি অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ক্লাবে শুক্রবার রাতে জেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ ১২ জনকে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙামাটি শহরে অবৈধভাবে গড়ে উঠেছে বেশকিছু জুয়ার ক্লাব। এ সব ক্লাবে চলে মদ, ইয়াবাসহ জুয়ার আসর। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস, সিরাজুল ইসলাম ও আরিফ। এ অভিযানে অংশ নেন পুলিশ ও ডিবি সদস্যরাও। প্রথমে অভিযান চালানো হয় রাঙামাটি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ও রাইজিং ক্লাবে। সেখানে আওয়ামী লীগ নেতা জমির উদ্দিনসহ ১২ জনকে অবৈধভাবে জুয়ার আসর বসানো ও মদপানের অপরাধে অর্থদন্ড দেওয়া হয়। এ সময় ক্লাব থেকে দেশী-বিদেশী মদ ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, ‘মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।’