ময়মনসিংহের ভালুকা থেকে অপহৃত ব্যবসায়ী ফেরদৌসকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনসহ দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটকরা হলেনÑ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন সরকার ও ত্রিশাল চরপাড়ার জিয়াদ হাসান।
পুলিশ ও অপহৃত ফেরদৌস জানায়, ব্যবসায়িক কাজে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভালুকায় আসেন কাপড় ব্যবসায়ী ফেরদৌস। ভালুকা উপজেলা সদর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় অপরিচিত দুই ব্যক্তি তার কাছে সিগারেট ধরানোর আগুন চায়। তাদের একজন আগুনের জন্য তার নাকের কাছে হাত নিলে তিন অজ্ঞান হয়ে যান। এ সময় তাকে গাড়িতে তুলে নিয়ে যান তারা। রাতে তাকে হাত-পা বেঁধে কয়েক দফা মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।