দুই পর্যটকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বেড়াতে এসে পানিতে তলিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন গত শুক্রবার পানিতে তলিয়ে গিয়েছিলেন। অন্যজন গতকাল পানিতে ডুবে মারা যান। নিহতদের মধ্যে হাফিজ বিন হারুনুর রশিদ (১৭) ঢাকার কামরাঙ্গীচরের হারুনুর রশিদের ছেলে। অন্যজন ইমনুর রহমান (২৫)। তিনি ঢাকার মিরপুর-১৪ এর ছালেকুর রহমানের ছেলে।
-নিজস্ব প্রতিবেদক, সিলেটবিষ দিয়ে মাছ নিধন
মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পাথুড়িয়ারপাড় গ্রামের হান্নান হাওলাদার ওরফে হালান নামের কৃষকের পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
- মাদারীপুর প্রতিনিধি
নদীতে জেলে নিখোঁজ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার সময় ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম পারভেজ খান (২৪)।
- পটুয়াখালী প্রতিনিধি
কৃষকের ৭ গরু চুরি
ময়মনসিংহের নান্দাইলে পৌর সদরের চারিআনিপাড়া গ্রামে এক কৃষকের ৭টি গরু চুরি হয়েছে। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। শনিবার ভোরে এ চুরির
ঘটনা ঘটে।
গরুগুলোর মালিক কৃষক আবদুল মোতালিব জানান, গরুগুলোই তার সম্বল ছিল।
- নান্দাইল প্রতিনিধি
মানববন্ধন
দুর্নীতি নির্মূলে সর্বদলীয় কনভেনশন ও দ্রুত বিচার আদালত গঠনের আহ্বান জানিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে গতকাল মানববন্ধন হয়। উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব আব্দুল হাই মন্ডল, জাগপা’র সভাপতি একেএম মহিউদ্দিন বাবলু, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ছাবের আহাম্মদ, মহিউদ্দিন আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, শেখ আবুল কালাম, আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।
-রূপগঞ্জ প্রতিনিধি