রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসকের ১৫ পদের ১৩টিই শূন্য

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স

ঝালকাঠি প্রতিনিধি

প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবলের অভাবে ঝালকাঠির রাজাপুরের ৫০ শষ্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির এখন বেহাল দশা। রোগীরা পাচ্ছেন না কাক্সিক্ষত চিকিৎসাসেবা। ৫০ শয্যার হাসপাতালটিকে চিকিৎসকের ১৫টি পদ থাকলেও বর্তমানে আছে মাত্র দুজন। ফলে প্রতিদিন হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অনেকে ফিরে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, ডাক্তার সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়ে লিখিত ও মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রতিকার মেলেনি। হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবাদানের ক্ষেত্রে উন্নতি হয়নি। অপারেশন থিয়েটার স্থাপন করা হয়েছে- অথচ বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়নি। ফলে অপারেশন থিয়েটারে কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে। বহু বছর ধরে এক্স-রে মেশিন থাকলেও মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। কয়েকজন রোগী জানান, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে পিয়ন আর ওয়ার্ড বয়রা বিভিন্ন সময়ে চিকিৎসা দেন। ব্যান্ডেজ, সেলাইসহ ছোটখাটো বিভিন্ন অস্ত্রোপচারও করেন ওয়ার্ড বয়রা।

সর্বশেষ খবর