বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কারা হচ্ছেন বগুড়া আওয়ামী লীগের কান্ডারি

আলোচনায় একাধিক নবীন-প্রবীণ তৃণমূলের চাওয়া স্বচ্ছ ভাবমূর্তি

আবদুর রহমান টুলু, বগুড়া

কারা হচ্ছেন বগুড়া আওয়ামী লীগের কান্ডারি

বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৭ ডিসেম্বর। সম্মেলন ঘিরে দলের শীর্ষ পদ পেতে শুরু হয়েছে লবিং-তদবির। নবীন-প্রবীণ মিলে প্রায় এক ডজন নেতা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে প্রচারণা চালাচ্ছেন। শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার, পোস্টার। তৃণমূল নেতা-কর্মীর আশা সম্মেলনের মধ্যে দিয়ে দলের জন্য নিবেদিত প্রাণ আর স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে তারাই নেতৃত্বে আসবেন। বগুড়া আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় পর্যায়ক্রমে সব সাংগঠনিক শাখার সম্মেলন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এই সভার পর থেকে আওয়ামী লীগের সিনিয়র ও জুনিয়র নেতা-কর্মীদের কাজে গতি বেড়েছে। দলের শীর্ষ পদ পেতে তরুণ নেতারা যেমন লবিং শুরু করেছেন। তেমনি বসে নেই সিনিয়র নেতারাও। এরমধ্যে বগুড়া পৌর কমিটি গত নভেম্বর মাসের ১৭ তারিখ নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। জানা যায়, সর্বশেষ ২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া আওয়ামী লীগের সম্মেলনে প্রবীণ নেতা মমতাজ উদ্দিন সভাপতি ও মজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মমতাজ উদ্দিন মারা যান। এরপর থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন ডা. মকবুল হোসেন। একদিকে সভাপতির পদ শূন্য, অন্যদিকে কাউন্সিলকে ঘিরে শীর্ষ পদপ্রত্যাশীরা কেন্দ্র থেকে শুরু করে নানাভাবে প্রচারণা ও তদবির চালিয়ে যাচ্ছেন। কিছু নেতা নিয়মিত দলীয় কার্যালয়ে আসছেন। কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলার নেতা-কর্মীর সঙ্গে আগের থেকে সখ্যতা বাড়িয়েছেন কেউ কেউ। সম্মেলন কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে জেলা আওয়ামী লীগও। ইতিমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা সম্মেলনের তাগিদ দেওয়া হয়েছে জেলা কমিটি থেকে। কয়েকটি ইউনিয়ন ও ধুনট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। অন্য ইউনিটেও কাজ চলছে বলে জেলা কমিটির নেতারা জানিয়েছেন। আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠুক। ক্লিন ইমেজের নেতারা এবার জেলা কমিটিতে স্থান পাবেন বলেও প্রত্যাশা তাদের।

সর্বশেষ খবর