সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘সহরায় পরব’ উৎসব পালিত

দিনাজপুর প্রতিনিধি

‘সহরায় পরব’ উৎসব পালিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের ‘সহরায় পরব’ উৎসব হচ্ছে নতুন বছরকে বরণের উৎসব। গৃহপূজা এবং ফসলের উৎপাদনের সঙ্গে যে সব পশু জড়িত তাদের পূজা করা এই পরবের মুখ্য উৎসব। সাঁওতাল আদিবাসীদের সহরাই পরব আন্তর্জাতিকভাবে এক সঙ্গে পালিত হচ্ছেও বলে জানান তারা।

দিনাজপুর সদর উপজেলার খোসালপুর স্কুলমাঠ প্রাঙ্গণে গতকাল সারি সারনা গাওতা দিনাজপুর সদর শাখা কমিটি আয়োজিত এবং আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি-দিনাজপুরের সহযোগিতায় দিনব্যাপী সাঁওতালদের সহরায় পরব উৎসব পালিত হয়। পূজার্চনা ও আলোচনা সভা শেষে শিল্পীরা আদিবাসী নৃত্য পরিবেশন করেন। প্রতি বছর পৌষ পার্বণের শুরুতে দেব-দেবীর কাছে নিজেদের মধ্যে সুখ-শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় পূজা অর্চণাসহ নানা কর্মসূচি পালন করেন তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর