সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু ও এক কলেজছাত্র রয়েছে। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- চট্টগ্রাম : সীতাকুন্ড ও সাতকানিয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাড়বকুন্ডে ফিলিং স্টেশনে নিজের গাড়ির চাকায় গতকাল পিষ্ট হন হেলপার হাবেল (২৪)। হাবেল টাঙ্গাইলের ধনবাড়ী থানার ইদ্রিস আলীর ছেলে। আর সাতকানিয়ার কেরানিহাট মাহেন্দ্র গাড়ি থেকে পড়ে মারা যান নুরুল আমিন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিক। রংপুর : জেলার কাউনিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সোহেল রানা (১৬) নামে এক হেলপার নিহত হয়েছেন। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। বাবার নাম শফিকুল। এদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে মানিক মিয়া (৫৫) নামে এক কৃষকের। মানিক নাগেরহাট এলাকার সোলায়মানের ছেলে।
ময়মনসিংহ : গৌরীপুর বাজারে গতকাল বালুভর্তি ট্রাকচাপায় তিথী পাল (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে প্রিয়ন্তি (১২) নামে আরও এক ছাত্রী আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত তিথি পৌর এলাকার রঞ্জন পালের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় পাওয়ার টিলারচাপায় হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে পৌর শহরের মসজিদপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হোসেন মসজিদপাড়ার মুসা মিয়ার ছেলে। চাঁদপুর : ফরিদগঞ্জে ট্রাকচাপায় মারা গেছে লামিয়া আক্তার (৫) নামে এক শিশু। চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লামিয়া মায়ের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে খালা বাড়ি যাচ্ছিল। গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে বাসচাপায় অঞ্জু রানী (৬০) নামে এক বৃদ্ধা নিহত হন। অঞ্জু কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামের পরেশ চন্দ্রের মেয়ে। সিলেট : বিশ্বনাথ উপজেলার দিঘলী কাজীবাড়ি এলাকায় দুপুরে লেগুনার ধাক্কায় শোভন নন্দী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন। শোভন দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে। গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় গতকাল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক দুলাল মিয়া (২৫) নিহত হয়েছেন। দুলাল উপজেলার রায়তি নড়াইল গ্রামের মন্টু মিয়ার ছেলে। সাতক্ষীরা : জেলা সদরের বাইপাস সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। জাহিদুল শ্যামনগর উপজেলার ফজর আলীর ছেলে। কুমিল্লা : জেলার বুড়িচংয়ে মোটরসাইকেলের ধাক্কায় সেকান্দর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।