নড়াইলে এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল লোহাগড়া থানায় মামলাটি করেন। এদিকে নড়াইল সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটি মাদরাসায় অষ্টম শ্রেণির পর আর লেখাপড়া করেনি। মামলার বিবরণ এবং ভুক্তভোগী মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইলের জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে লোহাগড়ার চরআড়িয়ারা গ্রামে চাচাবাড়ি থেকে নিজবাড়িতে ফেরার পথে ওই কিশোরীকে একই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে আল আমিন (১৮) ও তার সহযোগীরা পথরোধ করে পাশের ঘাসবনে নিয়ে মুখ বেঁধে গণধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনায় আল-আমিনসহ তার সহযোগী শিহাব মোল্যা, মুকুল মোল্যা, জাহাঙ্গীর মোল্যা ও ইয়াসিন শেখের নামে মামলা হয়েছে। এদের সবার বাড়ি চরআড়িয়ারা গ্রামে।
এ ব্যাপারে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।