নেত্রকোনা শহরের বেসরকারি আল-নূর হাসপাতালে ভুল অপারেশনে রোজিনা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে। পরে প্রায় ২০ ঘণ্টা মরদেহ হাসপাতালের বারান্দায় রেখে বিষয়টি মীমাংসা করা হয়।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টায় আল-নূর হাসপাতালে আসেন প্রসূতি বারহাট্টা উপজেলার চরপাড়া গ্রামের আশিক মিয়ার স্ত্রী রোজিনা। ১২ হাজার টাকার বিনিময়ে অপারেশনের চুক্তি হয়। হাসপাতালের ম্যানেজার শহরের ডাক্তার জীবন কৃষ্ণ সরকারকে ডেকে সন্ধ্যায় রোজিনার সিজার করান। তার একটি ছেলে সন্তান জন্ম হয়। এর ৩০ মিনিটের মাথায় ডাক্তার জীবন রোগীর স্বজনকে জানায় প্রসূতির রক্তশূন্যতা দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের ম্যানেজারসহ কয়েকজন অ্যাম্বুলেন্স এনে রোজিনার নিস্তেজ দেহসহ স্বজনদের দ্রুত ময়মনসিংহ পাঠানোর চেষ্টা করে। দ্রুত জয়নগর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ আবার আল-নূর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে গতকাল বিকাল পর্যন্ত মরদেহ রেখে বিষয়টি মীসাংসা করা হয়েছে। রায়পুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু জানান তারা বসে ব্যাপারটি সুরাহা করেছেন। ডাক্তার জীবন কৃষ্ণ বলেন, রোগীর ফুসফুসে পানি চলে এসেছিল। আমরা রক্ত দেওয়ার সময়ই পাইনি। পাইলে দিতাম। এ ধরনের রোগীরা সাধারণত বাঁচে না।