শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিক্ষাই উন্নত জাতি গঠনে মূল চাবিকাঠি ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, শিক্ষাই উন্নত জাতি গঠনের মূল চাবিকাঠি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণের পরপরই একটি যুগোপযোগী আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেন। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চালু করা হয় সৃজনশীল প্রশ্নপত্র। এখন ছাত্র-ছাত্রীদের পড়তে হয়, বুঝতে হয় এবং প্রয়োগ দেখাতে হয়। এতে মুখস্থ বা নকল করে পাস করার দিন শেষ। যা কর্ম ও জীবনমুখী শিক্ষায় ভূমিকা রাখছে।

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী এমইউ আবুল হাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ রহিছ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সায়েদুল ইসলাম বকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম শহীদুল হক বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ।

 

সর্বশেষ খবর