মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঘরবন্দী ডায়াবেটিস রোগীদের মোবাইল ফোনে চিকিৎসা

দিনাজপুর প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটিতে মানুষ যাতে ঘরে থাকে সেজন্য সড়কে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা। একদিকে করোনা আতঙ্ক ও অন্যদিকে সব গণপরিবহন বন্ধ। দিনাজপুরের অধিকাংশ চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার খুলছে না। এতে বেশি প্রভাব পড়েছে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের। এ অবস্থায় ডায়াবেটিস আক্রান্তদের বিনামূল্যে মোবাইল ফোনে নিয়মিত সেবা, পরামর্শ পাওয়ার সুযোগ করে দিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ও দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডি সি রায়। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি বার্তাও দিয়েছেন। সেখানে লিখেন- যে সব ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি আমার কাছে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং দিকনির্দেশনা মোতাবেক বাড়িতে রয়েছেন তারা ডায়াবেটিস সংক্রান্ত জরুরি প্রয়োজনে সকাল ১০টা-বেলা ১টা পর্যন্ত কল করতে পারেন ০১৭৩০৮৪০৮৪৬ বা ০১৭০৬৩০৪৪০০ নম্বরে। অথবা এসএমএস পাঠাতে পারেন ০১৭১৮১৬৯৯৯৯ এই নম্বরে। বাড়িতেই থাকুন, ভালো থাকুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর